চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক-নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ)/ মোঃ আতিকুর রহমান জুয়েল, এএসআই (নিঃ)/ মোঃ মসলেম উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুুদা থানাধীন কোমরপুর পশ্চিমপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মতিয়ার হোসেন এর বসতবাড়ী থেকে ২৭.০৯.২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটের সময় নিষিদ্ধ মাদকদ্রব্য ৫০০ পিচ ইনজেকশন (Buprenorphine Injection I.P.) ধৃত আসামী ১. মো: মতিয়ার রহমান (৪৫) পিতাঃ মৃত সদর আলী, সাং- কোমরপুর পশ্চিমপাড়াপাড়া, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা এর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।