র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম মোঃ সামছুর গাজী(৫৫) ছেলে মিজানুর(৩৩) কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিমের বড় শ্যালক আসামী মোঃ ফজর আলী গাজী (৫০) এবং ছোট শ্যালক আসামী মোঃ আহাদ আলী গাজী(৪০) শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলোপাথাড়ি গুরুতর আঘাত করে । যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষনা করেন। এ সংক্রান্তে ভিকটিমের ছেলে শাহিনুর রহমান(২৮) বাদী হয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ০৬ জন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকার জনমনে চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি করে। ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-৬, সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প ও র্যাব-১, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঢাকা জেলার দারুস সালাম থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় ঢাকা জেলার দারুস সালাম থানাধীন লালকুটি বসুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার পলাতক আসামী মোঃ ফজর আলী গাজী (৫০), থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।