দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য-১ (বীরগঞ্জ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকি জানান, এ পদে রোকনুজ্জামান বিপ্লব ও আতাউর রহমান বাবু মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাবেক জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু মনোনয়ন পত্রটি প্রত্যাহার করেন। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে একক প্রার্থী হিসেবে রোকনুজ্জামান বিপ্লবকে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।