চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ) এস এম রায়হান, এএসআই(নিঃ) মোঃ মাহফুজুর রহমান, এএসআই(নিঃ) মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভাধীন নারায়নপুর তিন রাস্তার মোড়স্থ পাঁকা রাস্তার উপর থেকে ২৫.০৯.২০২২ খ্রিঃ ১ টা ৩০ মিনিটের সময় ৭০০ গ্রাম গাঁজা এবং একটি Freedom ১০০ সিসি মোটর সাইকেল সহ ধৃত আসামী ১. মোঃ ইসমাইল হোসেন (২৮), পিতা-মোঃ নুরুল হক, ২. মোঃ শাহিন (২৪), পিতা- মোঃ পংখী মিয়া, উভয় সাং-হাসাদাহ বাজারপাড়া, উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।