চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেলের বিপরীতে রাস্তার পাশে থেকে ২৫.০৯.২০২২ তারিখ ৫ টা ৪৫ মিনিটের সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৩৯ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী ১. মো: অকিবুল ইসলাম @ রকিবুল ইসলাম, পিতা- মো: জুলফিকার আলী, মাতা- রহিমা বেগম, সাং- সুলতানপুর গোরস্থান পাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা হেফাজত থেকে তুলার বস্তার মধ্য থেকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।