বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ৩টি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নুরুল হাসান (বাই সাইকেল), সহ সভাপতি পদে নুরুল ইসলাম (গোলাপ ফুল) ও সাংগঠনিক সম্পাদক পদে নুর মোহাম্মদ (তালা) বিজয়ী হয়েছেন। এরআগে সভাপতি পদে আবছার মিয়া এবং অর্থ সম্পাদক পদে হাফেজ বেপারী বিনা প্রতিদ্বন্ধিতায় নিবাচিত হন।
সকাল ৪ টা থেকে বিকাল ৪ টা পর্যন্তÍ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে সহ সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন- জাফর আলম (বই), সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন- নুরুল ইসলাম (গরুর গাড়ি) এবং সাংগঠনিক সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন- অরুণ কান্তি দে (ফুটবল)।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে বাগানের সহ মাঠ তত্ত¡াবধায়ক মো. সাইদুল ইসলাম এবং সহকারি রিটার্নিং অফিসার হিসেবে উৎপল কান্তি দে দায়িত্ব পালন করেন। এছাড়া রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার প্লাটুন কমান্ডার পেয়ার মোহাম্মদের নেতৃত্বে আনসার সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। নির্বাচনকে ঘিরে বাগানের শ্রমিক-কর্মচারিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।