আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে গোবিন্দপুরের সন্তান আল ইমরান হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে এক বিশাল প্রতিবাদ মিছিল আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান শিক্ষক মনিরুজ্জামান মন্জুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা আনিসুর রহমান আনিস।সমাজকর্মী মিরাজুল ইসলামের উপস্থাপনার বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আবু ডালিম, পৌর কাউন্সিলর ডালিম হোসেন,যুবলীগ নেতা সোহেল রানা শাহিন, আসাবুল হক মন্টু, সমাজসেবী মীর সফিক, আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, আব্দুর রশিদ, সাদেকুর রহমান পলাশ, শামীম, হিটু।
উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসেন(২৩) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দূর্বত্তরা।
গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে আলমডাঙ্গার রেলষ্টশনের পাশে গোবিন্দপুর মাঠ পাড়ার কামালপুর রোডের এ ঘটনা ঘটে। বক্তারা বলেন ৭২ ঘণ্টার মধ্যে ইমরান হত্যাকারী আসামিদের গ্রেফতার না করলে গোবিন্দপুর গ্রামবাসী কঠিন আন্দোলন গড়ে তুলবে বলে সবায় ঘোষণা দেন।