২০ সেপ্টেম্বর ২০২২খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার) ।
উক্ত অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদার, বিভিন্ন বিষয়ে আলোচনা সহ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় জুলাই/আগস্ট ২০২২ খ্রি. মাসের অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ অফিসারদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ কাউখালী এস এম শহীদুল ইসলাম এর বদলীজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মহোদয় স্মৃতি স্মারক ও উপহার প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।