২০ সেপ্টেম্বর ২০২২খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার) ।
সভায় পুলিশ সুপার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের নানাবিধ সুবিধা-অসুবিধার কথা অত্যান্ত মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকলের উপর অর্পিত দায়িত্ব কর্মদক্ষতার সহিত পালন ও আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে কাজ করার আহ্বান জানান।
সভায় আগস্ট ২০২২খ্রি. মাসের কর্ম মূল্যায়নে, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ (সশস্ত্র) অফিসারদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।