আলমডাঙ্গা উপজেলায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাফুজুর রহমান মঞ্জু নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।গতকাল আলমডাঙ্গা উপজেলার ভোটারদের মধ্যে প্রচার প্রচারণায় আলমডাঙ্গা পৌর সভা,কালিদাশপুর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। এই নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার,জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম, যুবলীগ নেতা মাসুম,আলমডাঙ্গা যুবলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন সোনাহার,যুগ্ম আহব্বায়ক ও খাসকররা ইউনিয়ন চেয়ারম্যান তফসির আহমেদ লাল,জেহালা ইউনিয়ন চেয়ারম্যান মোকলেছুর রহমান শিলন,আলমডাঙ্গা পৌর আহব্বায়ক আসাদুল হক ডিটু,পৌর যুগ্ম আহব্বায়ক জাহিদুল ইসলাম,যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু,আনিস,রাইহান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী পৌর সভায় উপস্থিত হলে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু উষ্ণ অভ্যর্থনা জানান।পৌর সভায় এই সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র মুজিবুল হক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গাফফার,ডাউকি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাবলু,সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....