বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার ও বিশিষ্ট সাংবাদিক কাজী রমিজ উদ্দিন পবিত্র ওমরাহ্ পালনে মঙ্গলবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
সাংবাদিক কাজী রমিজ উদ্দিন পবিত্র ওমরাহ্ পালনে সকলের দোয়া চেয়েছেন। সময় স্বল্পতার জন্য তিনি বন্ধুবান্ধব, শুভাকাঙ্খিসহ পরিচিত অনেকের সাথে দেখা করে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। সুষ্ঠুভাবে পবিত্র ওমরাহ্ পালনে তিনি সকলের দোয়া চেয়েছেন।
কাজী রমিজ উদ্দিন ২০ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ৪ অক্টোবর পবিত্র ওমরাহ্ পালন শেষে দেশে ফিরবেন।