আদালতের নির্দেশনায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে তর্পণঘাট মৌজায় নিমার্ণ করা মন্জুপ্লাজা উচ্ছেদ করা হয়েছে।শনিবার ১৭ সেপ্টেম্বর দিনাজপুর জজ কোর্টের নাজির তোফায়েল হোসেন ও ২ জন জারীকারকের উপস্থিতিতে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নবাবগঞ্জ থানা পুলিশ তাদেরকে সহযোগিতা করেন। এ উচ্ছেদ অভিযান দেখতে শত শত উৎসুক জনতার সমাগম ঘটে।জজ কোর্টের নাজির তোফায়েল হোসেন জানান জেলেখা খাতুন দিং বনাম বদর উদ্দীন মন্ডল দিংয়ের মধ্যে মন্জু প্লাজা সহ ৪৬ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। মামলায় মামলার বাদী জেলেখা খাতুন দিংয়ের পক্ষে ডিগ্রি হওয়ায় আদালতের নির্দেশনায় বাদীকে স্থাপনা উচ্ছেদ সহ জায়গা দখল বুঝে দেয়া হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল। প্লাজার মালিক মন্জূরের দাবী তিনি ন্যায় বিচার পাননি।
এ জাতীয় আরো খবর ....