আল ইমরান হত্যার আসামিদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ মিছিল
আলমডাঙ্গা অফিসঃ
আপডেট টাইম :
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
৮৫
বার নিউজটি পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরান হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে এক বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিন শেষে স্বাধীনতা স্তম্ভে এসে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জীপু, বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গার সদর কৃষকলীগের সভাপতি আব্দুল মতিন দুদু, ছাত্রলীগ নেতা মোঃ জানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টোকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বেহালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রহিদুল ইসলাম। বক্তারা বলেন ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশকে অবশ্যই জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বাকি আসামিদের গ্রেফতার করতে না পারলে অবশ্যই কঠিন আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।