অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা এম্বাসেডর তারেক হোসেন। সফল নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনার সুচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এম্বাসেডর আরিফ আহাম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা এম্বাসেডর তৌহিদুুর রহমান, আলমডাঙ্গা উপজেলা এম্বাসেডর জান্নাতুল ফেরদৌস ঊষা ও তারেক হোসেন।
আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ভলান্টিয়ার হেলেন আক্তার কামনা, সাধারণ সদস্য আর এ তামান্না,নাহিদা আহমেদ,রাকিব,সুরভী সরিফা,রিপন,কিশোর মাহমুদ,জান্নাতুল মাওয়া,পিংকি,রুমপা,সোভা,নাদিরা,শিশির,নিশাত মুননি লিজা,হোসনেআরা জামান,মুক্তা শারমিন,জয়নব ফারুক, হোসনে আরা গোলাপি,আরমান মোমিন,লিমন,রুপনগর কসমেটিক ভাই।
উক্ত মিটআপে খাবার ও কেক স্পন্সর ছিল ড্রিম কেক হাউস এর স্বত্বাধিকারী হেলেন আক্তার কামনা ও রূপক ডিমের আড়ৎ এর স্বত্বাধিকারী সাদিকুর রহমান রূপক।