চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ মারুফ হোসেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক হতে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় অদ্য ১৫.০৯.২০২২ খ্রিঃ তারিখ তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংকব্যাজ পরিয়ে দেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মোঃ মারুফ হোসেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। পরবর্তীতে দক্ষতার ভিত্তিতে তিনি ২০১০ সালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।
চাকুরি জীবনে তিনি পিরোজপুর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঝালকাঠি, র্যাব, বাগেরহাট, মানিকগঞ্জ, সিআইডি, মৌলভীবাজার, ঝিনাইদহ এবং সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখায় ডিআইও-১ হিসেবে পেশাদারিত্বের সাথে অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
উক্ত র্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার, (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ।