মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তিন মাস বয়সের একটি অপহৃত শিশু ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের মো. শিমুল হোসেন ও ইয়াসমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার উদ্ধার হওয়া শিশুটিকে শ্রীমঙ্গলে নিয়ে আসে পুলিশ । এর আগে গত শনিবার কালীগঞ্জ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাদের থানায় রাখেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর শহরের কালীঘাট সড়কের বাসিন্দা কোহিনুর তার শিশুকে কোলে নিয়ে ভিক্ষা করছিলেন। এসময় শিমুল ও ইয়াসমিন আদর করার কথা বলে কোহিনুরের তিন মাসের শিশুটিকে তাদের কোলে নেন। পরে শিশুটিকে নিয়ে তারা দৌড়ে পালিয়ে যান। ওই দিন রাতেই কোহিনুর তার শিশু হারানোর অভিযোগে থানার ডিজি করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, কালীগঞ্জ থানার পুলিশ আসামিদের আটক করে আমাদের খবর দিলে আমরা গিয়ে আসামিদের নিয়ে আসি। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর ....