রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিন, বেলা সাড়ে ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে যোগ দেন।