আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির উদ্যোগে আলামডাঙ্গার কৃতি সন্তান জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে মোহনা বন্ধ সমিতির কার্যালয়ে মোহনা বন্ধু সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক মুনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা ছেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, মোহনা বন্ধু সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান বাবলু।মোহনা বন্ধু সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাবুর পরিচালনায় বক্তব্য রাখেন মোহনা বন্ধু সমিতির সদস্য খন্দকার মিজানুর রহমান, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, গোলাপ হোসেন, মহিউদ্দিন বিশ্বাস,আইয়ুব আলী, আব্দুল হামিদ, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, ফারুক আলম টুটুল, শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুর রশিদ, হিজবুল কাদের মোখলেছুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন মোহনা বন্ধ সমিতি সকল সদস্যই আমার বন্ধু। আমরা একই সাথে লেখাপড়া করেছি। চাকরির ক্ষেত্রে হয়তো বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করি। আলমডাঙ্গা সন্তান হিসেবে আমি সব সময় তোমাদের পাশেই আছি এবং থাকব। তোমাদের যে কোন দরকারে বা প্রয়োজনে আমার সাথে মনে কোন দ্বিধা না রেখে কথা বলবে। আমি যদি তোমাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। মোহনা বন্ধ সমিতি ৭৭ – ৭৮ ব্যাচের বন্ধুর সংগঠন। সব সময় একে অপরের প্রতি লক্ষ্য রাখতে হবে।যে কোন প্রয়োজনে একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।আজ তোমারদের বন্ধু হিসাবে আমাকে যে সম্মান দেখালে আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ। মতবিনিময় শেষে সকল বন্ধুদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।