আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে আলমডাঙ্গা প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, একডেমিক সুপারভাইজার ইমরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক বজলুল করিম শামীম, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বাদেমাজু একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু প্রমুখ। উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টের মধ্যে ছিল ফুটবল (ছাত্র), ফুটবল (ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র), হ্যান্ডবল (ছাত্রী), কাবাডি (ছাত্র), কাবাডি (ছাত্রী), সাঁতার (ছাত্র), সাঁতার (ছাত্রী),দাবা (ছাত্র),দাবা (ছাত্রী),।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে বিকেল তিনটার দিকে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে ছাত্রদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়। উক্ত খেলা শেষ হলে অপরদিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় বনাম ভাংবাড়ীয়া মাধ্যমিক বালিকা মধ্যে মেয়েদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ না করায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা দুটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক, মাসফিকুর রহমান, আব্দুস সালাম, রফিকুল ইসলাম। খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
এ জাতীয় আরো খবর ....