চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক-নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানা ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
চুয়াডাঙ্গা সদর থানার এএসআই/মোঃ আলতাফ হোসেন বিভিন্ন ব্রান্ডের হারিয়ে/চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
হারানো/চুরি যাওয়া মোবাইল উদ্ধারপূর্বক ০৮.০৯.২০২২ খ্রিঃ বেলা ১২ টায় ঘটিকায় বিভিন্ন মডেলের ১২টি স্মার্ট ফোন যা বিভিন্ন জেলা হতে উদ্ধারপূর্বক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করেন। এসময় হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ফোনের মালিক চুয়াডাঙ্গা থানাধীন দৌলতদিয়ার সুমন রেজা বলেন, ‘আমার মোবাইল ফোনটি হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। আমার শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাবো ভাবতে পারিনি।’ পুলিশ সুপার মহোদয় ও চুয়াডাঙ্গা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা সহ সদর থানার কর্মকর্তাবৃন্দ।