রাজশাহী জেলার পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় যৌতুকের জন্য সন্তানের সামনেই সোনিয়া (২২) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে স্বামী।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ভবানীপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত গৃহবধূর লাঁশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান।
নিহত গৃহবধূ সোনিয়া পবা উপজেলার কইড়া গ্রামের হানিফের মেয়ে। তার স্বামীর নাম নাসির। তিনি পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য গৃহবধূ মোসা: সোনিয়াকে (১৮) নির্যাতন করতেন তার স্বামী ভবানীপুর পূর্বপাড়া এলাকার মোঃ নাসির। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে মোসা: নাজমিন নামে ৪ বছরের এক মেয়ে সন্তানের সামনে ঝগড়া শুরু হয় যৌতুকের টাকা দাবি কেন্দ্র করে। এক পর্যায় স্বামী নাসির গৃহবধূ সোনিয়াকে ব্যাপক মারপিট করে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করে। পরে বাড়ি থেকে নাসিরসহ সবাই পালিয়ে যায়। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে ওই দম্পতির ৪ বছরের এক মাত্র মেয়ে মোসা: নাজমিন পুলিশকে ঘটনার বিস্তারিত জানান।
নিহত গৃহবধূর মেয়ে নাজমিন জানায়, আব্বু আম্মুকে গলা টিপে মেরেছে। পরে আম্মুকে গলায় ওরনা পেচিয়ে ঘরের ফেনে ঝুলানোর চেস্টা করে। যখন পারেনি তখন ফেলে পালিয়ে যায় আব্বু।
এ বিষয়ে পবা থানার ইনচাজ (ওসি) ফরিদ হোসেন বলেন, নিহত গৃহবধুর পিতার দাবি তার মেয়েকে গলা টিপে হত্যা করার পরে তাকে ফেনের সাথে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। পুলিশ লাঁশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কিভাবে তার মৃত্যু
হয়েছে জানা যাবে। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।