গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলতদিয়ার ফায়ার সার্ভিস এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স টনি এন্টারপ্রাইজ, মালিক মোঃ মিনহাজুল আবেদিন প্রতিষ্ঠানটি তদারকিকালে পাওয়া যায় বিপুল পরিমাণ অননুমোদিত নিম্নমানের কসমেটিকস যা নাম ঠিকানা গোপন করে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তৈরি হলেও কসমেটিকস গুলোর গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, কোরিয়া কিংবা মিশর, পাকিস্তান। অননুমোদিত এসব নিম্নমানের ভেজাল কসমেটিকস প্রতিষ্ঠান মালিক বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে চুয়াডাঙ্গায় বিভিন্ন উপজেলায় বাজারজাত করে আসছিলেন। প্রতিষ্ঠান মালিক এসব ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধ স্বীকার করেন এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং প্রায় লক্ষাধিক টাকার নিম্নমানের নকল ভেজাল কসমেটিকস জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।