রাজশাহী জেলার মোহনপুরে ৮০০ পিস ইয়াবাসহ আজমাল (৪৪) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত উপজেলার তাহেরপুর পাকুড়িয়া এলাকার মৃত বাদশা আলী মিরমালতের ছেলে এবং মাদকের জগতে প্রতিষ্ঠিত মাদক কারবারি।
২ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেল বিভাগীয় উপ-পরিদর্শক (এসআই) আহমেদ শোভার নেতৃত্বে একটি রেইডিং টিম মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আজমালের বাড়ি ঘেরাও করে তার বসত বাড়ির আলমিরা হতে ৮০০ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল পরিদর্শক মোঃ মোস্তফা জামান বাদি হয়ে আসামী আজমালের নামে একটি মাদক মামলা রজু করেছেন।
এ বিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) মোহা.তৌহিদুল ইসলাম বলেন, আসামী আজমালকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার নামে মোহনপুর থানায় ১৩ টি মাদকের মামলা আছে। সে পুলিশের তালিকাভুক্ত আসামী এবং নিয়মিত মাদকের ব্যবসা চালিয়ে আসছে।