আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎযাপন উপলক্ষ্যে ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎযাপন উপলক্ষ্যে ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়ন হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব স,ম,কাইয়ুম। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কবীর হোসেন মিলন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । পূজার সময়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে। যাতে করে কোন প্রতিক্রিয়াশীল শক্তি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে পারে তার জন্য সবাইকে সজাগ সৃষ্টি রাখতে হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জনাব মোঃ কবীর হোসেন মিলন বলেন- নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও আকর্ষণীয় দূর্গা পূজা উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।