দিনাজপুরের নবাবগঞ্জে গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দয়ের হয়েছে। ভূক্তভোগী(১৯) নিজে বাদী হয়ে মঙ্গলবার ৩১ আগষ্ট
দিনগত রাতে ওই মামলাটি দায়ের করে। পুলিশ ওই মামলায় অভিযান পরিচালনা করে ২
জনকে গ্রেফতার করেছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল একটি গ্রামের ওই ভূক্তভোগীকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর(রাজবাড়ী)গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল করিম(৩৫) গত ২৭ আগষ্ট ফোন করে বলে যে তাকে একটি বিয়ে বাড়ীতে নাচ করতে হবে। তার কথামত ওই ভূক্তভোগী এক বান্ধবীকে সাথে নিয়ে গত ২৭ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে ভাদুরিয়া বাজারে যায়। সেখান থেকে আব্দুল করিম তার এক সহযোগীকে সাথে নিয়ে তাদেরকে একটি সিএনজি যোগে হরিনাথপুর নামক গ্রামে যেতে বলে।এরপর তারা হরিনাথপুর গ্রামে না গিয়ে পশ্চিম ফতেপুর নামক গ্রামের নতুন আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায়। সেখানে আব্দুল করিম তার আরও
সহযোগীদেরকে ডেকে নেয়। তারা আসার পর ভুক্তভোগীর বান্ধবীকে পাশের একটি কক্ষে আটক করে রেখে মামলার অভিযুক্ত আব্দুল করিম ভুক্তভোগীকে ভয়ভিতী দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পর্যায়ক্রমে মামলার অন্য অভিযুক্তরাও তাকে ধর্ষণ করে। মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মমিনুজ্জামান জানান
মামলা দায়ের হওয়ার পর রাতেই অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় অভিযুক্ত হরিনাথপুর(রাজবাড়ী) গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে নুর মোহাম্মদ(২৬) ও আবু তাহেরের ছেলে আব্দুল করিম(৩৫)কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....