রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিল্পবকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩০ আগস্ট) দিনগত রাতে এএসআই বিল্পব, এএসআই রাজু আহম্মেদ, আব্দুল জলিলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে হলিদাগাছি বাজার থেকে বিল্পবকে আটক করে। গ্রেফতারকৃত বিপ্লব মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস সশ্রম কারাদন্ড পালাতক আসামী। দায়ের মামলা নং- ৬৮৪/ ২০১৩ সালে সাজাপ্রাপ্ত আসামী।
সে চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের আইয়ুব আলী ছেলে বিল্পব আলী (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্পবকে আটক করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ।