রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মাদক বিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার রাতে মদ্যপ অবস্থায় তাদের গ্রেপ্তার করে মোহনপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য অপরাধ আইনে মামলা দায়ের হলে রোববার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে সকলকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনপুর উপজেলার ইশলাবাড়ী গ্রামের শাহিনুর ইসলাম ও মিশন সরদার, বাগমারা উপজেলার বিষ্ণপুর গ্রামের শামসুজ্জামান প্রামাণিক, নাড়ুপাড়া গ্রামের রহিদুল ইসলাম, মোহনপুর উপজেলার রায়ঘাটী গ্রামের আদিবাসী হৃদয়, কিশোর কুমার, বিপ্লব কুমার, দেলোয়ার হোসেন, রনি ইসলাম, এনতাজ আলী ও অন্তর হোসেন, বাকশৈল গ্রামের আনোয়ার এবং উপজেলা সদর মোহনপুর গ্রামের হোসেন আলী।
এ বিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য অপরাধ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।