সদ্য যোগদানকৃত আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: সোহেল রানা এএসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) মোঃ তুহিনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাংগা গ্রামস্থ খাতুন, স্বামী-শহিদুল ইসলামের বাড়ির উঠান হতে অদ্য ২৮.০৮.২০২২ খ্রিঃ ৪ টা ৪৫ মিনিটের সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯ বোতল ফেন্সিডিল এবং আসামীদ্বয়ের ব্যবহৃত কালো রংয়ের (হলুদ স্টিকার) একটি HONDA HORNET ধৃত আসামী ১. ইমতিয়াজ আলী (২৫), পিতা- মাজেদ হক, ২. আলামিন (২০), পিতা- আমির হোসেন, সাং- বোড়াই, থানা ও জেলা- ঝিনাইদহ দ্বয়ের হেফাজত থেকে উদ্ধার পূর্বক জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।