রাজশাহী মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকাতে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করেছে আরএমপি মহানগর ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখান থেকে ০৪ (চার) প্যাকেট খোলা তাস, নগদ ১৩,৯১০/-(তের হাজার নয়শত দশ) টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়
আটককৃতরা হলেন, ১। মোঃ লালচাঁন চান্দু (৫৫), পিতা-মৃত চাহার উদ্দিন শেখ, ২। মোঃ হায়দার আলী(৪৮), পিতা-দাউদ শেখ, ৩। মোঃ তোজাম্মেল আলী(৩২), পিতা-আঃ মজিদ, ৪। মোঃ রাজ্জাক আলী(৩৫), পিতা-মোঃ শুকুর আলী,৫। মোঃ আরমান মন্ডল(৬০), পিতা-মৃত দেহেজ মন্ডল, ৬। মোঃ জামিরুল ইসলাম আতিয়ার(৩৬), পিতা-মৃত ময়েজ উদ্দিন, ৭। মোঃ ফয়সাল আলী(২০), পিতা-মোঃ শুকচাঁন আলী, ৮। মোঃ আনোয়ার হোসেন (৫০), পিতা-মৃত আঃ রশিদ মিনু,সবার বাড়ী-চরশ্যামপুর, থানা-মতিহার থানাধীন এলাকার বাসিন্দা।পুলিশ সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত্রী সোয়া ১১টার সময় মতিহার থানাধীন চরশ্যামপুর আরমান আলীর বাড়ি থেকে ০৮ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সংক্রান্তে মতিহার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (মোঃ আরেফিন জুয়েল)।