চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) তারিকুজ্জামান, এসআই (নিঃ) শামীম রেজা, এএসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর গ্রামস্থ রামনগর ফুটবল মাঠের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে অদ্য ২৬.০৮.২০২২ খ্রিঃ তারিখ ২ টা ৫ মিনিটের সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৬ বোতল ফেন্সিডিল ধৃত আসামী মোছাঃ পিনজিরা খাতুন (৩৫), স্বামী-মোঃ তরিকুল ইসলাম, পিতা-মোঃ আমজাদ আলী, সাং-মাজারপোতা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’র হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।