চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চুয়াডাঙ্গায় বিদায় সংবর্ধনার আয়োজন করেন। মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা গত ০৯.০৯.২০১৯ খ্রিঃ তারিখে চুয়াডাঙ্গা পুলিশ সুপার চুয়াডাঙ্গা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করে চলছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা থেকে সিআইডি,ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন। বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী অতিথি পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।