রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় ১ চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফজলে রাব্বী (১৯)। সে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (পাবনাপাড়া) মামুন শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম দক্ষিণপাড়ার আ. রহিম গত ১৫ আগস্ট ২০২২ রাত ১০ টায় তার মোটরসাইকেলটি বাসার নীচ তলার গ্যারেজে রেখে গেট লাগিয়ে ডাইনিং-এ টেবিলের উপর মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রেখে ঘুমিয়ে পড়ে। ভোর ৪ টায় ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন গ্যারেজের গেটটি ভাঙ্গা এবং মোটরসাইকলেটি নাই। এরপর দেখে ডাইনিং-এ তার রাখা মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোনটিও নাই এবং বাসার উপরের সিঁড়ি রুমের গেটটি ভাঙ্গা। আ. রহিমের এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু হয়।
মামলা পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেনের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই মো. আসলাম হোসেন ও তার টিম আসামির নাম ঠিকানা সনাক্তপূর্বক চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে চন্দ্রিমা থানার ঐ টিম গত ১৬ আগস্ট ২০২২ রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো. ফজলে রাব্বীকে তার বাড়ি হতে গ্রেফতার করেন। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।