অভিযান-০১
(১৬ আগষ্ট্ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই (নিঃ)/ এসএম ফুরকান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬:১০ ঘটিকায় যশোর জেলার অভয়নগর থানাধীন বুইকারা পোড়াবাড়ি সাকিনস্থ জনৈক সিরাজুল ইসলাম(৩০), পিতা-ইরফান এর মালিকানাধীন গাছ গাছালি যুক্ত জমির দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সোহেল রানা(৩৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-ধোপাদী, থানা-অভয়নগর, জেলা-যশোর কে ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪৪২,০০০/-টাকা এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ এসএম ফুরকান বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।