রাজশাহীর পুঠিয়া উপজেলার, পুঠিয়া সদর ইউনিয়নের কান্দা গুচ্ছগ্রামে বিধবা ও শারীরিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত ১ আগস্ট (সোমবার) বিকেলে শারীরিক প্রতিবন্ধী তাহমিনা বেগম তার বাড়ির বাইরের ময়লা পরিষ্কারের সময়। প্রতিবেশী সাথে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ১.মোছাঃ শাহানাজ বেগম (৪৫) স্বামী, করিম মণ্ডল ২. হেলাল উদ্দিন (৩৫)পিতা ঃঅজ্ঞাত, ৩.সাগর (২০) পিতাঃ মোঃ করিম মণ্ডল, ৪,করিম মণ্ডল ( ৫০) পিতাঃ মৃত লাল মোহাম্মদ, ৫, মোঃ নাজিম উদ্দিন (৪৫) পিতা: মৃত: আহাদ। উভয় সং ঃ কান্দ্রা গুচ্ছগ্রাম । তারা তাহমিনা বেগমকে মারপিট করে ও শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করলে গ্রামের মানুষ এসে তাহমিনা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এ বিষয়ে তাহমিনা বেগমের ছেলে মোঃ তুহিন থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোহ্য়াওয়াদী হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।