রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি বাজার এলাকায় এরশাদ কম্পিউটার তল্লাশী করে বিভিন্ন ফোল্ডারে অশ্লীল পর্ণ ভিডিও রাখার অপরাধে অভিযুক্ত দোকান মালিক এরশাদ আলম (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন টিম। সে রাজশাহী পুঠিয়া থানাধীন দিঘলকান্দী গ্রামের আব্দুল হকের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,রাজশাহী পুঠিয়া উপজেলার দিঘলকান্দী গ্রামের এরশাদ আলম (২৮) ব্যবসার কাজে ব্যবহৃত কম্পিউটার তল্লাশী করে বিভিন্ন ফোল্ডারে অশ্লীল পর্ণ ভিডিও পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় টাকার বিনিময়ে সে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে পর্ণ ভিডিও গুলো বিভিন্ন জনের কাছে সরবারাহ করে আসছে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে, রাত্রী সারে ৮টার সময় চারঘাট থানাধীন হলিদাগাছি টু সারদা ষ্টেশনগামী রাস্তা সংলগ্ন বাবু টেলিকম দোকানের সামনে থেকে বাবু ইসলাম (২৫)কে স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চারঘাট উপজেলার শিবপুর এলাকার শুকচাঁদ মন্ডলের ছেলে।
বাবুর দেয়া তথ্য মতে,হলিদাগাছি এলাকায় রাত্রি পোনে ১০ টার দিকে রিদয় টেলিকম দোকানের সামনে র্যাব পৌঁছামাত্র রজব আলী (২১) কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গী অফিসার্স ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি চারঘাট উপজেলার চামটা এলাকার শাজাহান আলীর ছেলে।
উক্ত সকল দোকানে ব্যবহৃত কম্পিউটার ও পর্ণ ভিডিও সরবরাহ কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয় ও ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।