আগারগাঁও নাক কান গলা ইনস্টিটিউটের দুর্নীতি নিয়ে রিপোর্ট করতে গেলে ঠিকাদার প্রতিষ্ঠান ভিক্টর ট্রেডিংয়ের মালিকের নেতৃত্বে সন্ত্রাসীরা ডিবিসির সাংবাদিক সাইফুল জুয়েলের ওপর হামলা করেছে। বর্তমানে সাইফুল জুয়েল সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক উপর হামলার নিন্দা এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দরা। আজ সন্ধায় রাজশাহী মহানগরীর শিরোইল দোশর মন্ডলের মোড় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মো নুরে ইসলাম মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক রকির হাসান সকাল এর যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা।