রাজশাহীতে গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে। শনিবার ৩০ জুলাই রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ৪ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ আব্দুল মালেক (৫০) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।
আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।