রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীতে রেলস্টেশনের গণশৌচাগার
সংলগ্ন বারান্দায় ২৯ জুলাই শুক্রবার সকাল সারে ০৮.৩০ টার সময় ২০০ গ্রাম হেরোইন সহ এক মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি অপারেশন দল। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলো মোছাঃ সালমা বেগম (৩৪)। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন পশ্চিম হোসেন আহম্মদ পাড়া এলাকার মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে
মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদ ভিত্তিতে ঘটনাস্থলে র্যাবের পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন মহিলা মাদক ব্যাবসায়ী কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী র্যাব সদস্যদের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।