র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৬ জুলাই ২০২২ তারিখ রাত্রি ১০.০০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার হামজা ফিলিং স্টেশনের পশ্চিম কোণে নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর এলাকায় অপারেশন পরিচালনা করে।উক্ত অভিযানে, (১) বিদেশী পিস্তল-০১টি, (২) ওয়ান শুটারগান-০২টি, (৩) ম্যাগজিন-০১টি, (৪) গুলি-০২ রাউন্ড, (৫) মোবাইল-০১টি, (৬) সীমকার্ড-০১টি, (৭) নগদ-১০০০/-টাকা উদ্ধার করেন এবং আসামী মোঃ সিজান (২৩), পিতা-মোঃ মানিক, সাং-শ্রীখন্ডি দক্ষিণপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্চে। র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন
অবৈধ অস্ত্র মুক্ত সমাজ গড়ুন।