রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর দিকনির্দেশনায় (২৫-জুলাই) তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের চকরতিরাম গ্রামে, তানোর থানার এস.আই (নিঃ) আকতারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া (২০০) দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য অনুমান ৬০,০০০/ (ষাট হাজার) টাকা ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ১,৫০০ (এক হাজার পাঁচশত) এবং মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত (০১) একটি কালো রংয়ের VIVO-Y30 মোবাইল ফোনসহ, চন্দনকোঠা গ্রামের আবুল হোসেনের ছেলে খোকন আলী (২৫) ও পৃথক আরেকটি অভিযানে CR- W/A পরোয়ানা মুলে -সেলামপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সালাউদ্দিনকে গ্রেফতার করেন।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন; এই সংক্রান্তে তানোর থানার মামলা নং-৩৩,তারিখ-২৫/০৭/২০২২ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মোট (০২) দুই জন আসামীকে আজ ২৬-জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।