র্যাব- ৫, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদে অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
আটক অস্ত্র ব্যাবসায়ী হলেন, রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার পশ্চিম পালোপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ আবু তাহের (৩৪)।
র্যাবের এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা ১০মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার (শিবগঞ্জ পৌরসভা) ৩নং ওয়ার্ডের ইসরাইল মোড়ের ডায়মন্ড মাস্টারের মার্কেটের সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় অস্ত্র ব্যবসায়ী আবু তাহের এর কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি মোবাইল উদ্ধার করা হয়। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।