“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে রোববার২৪ জুলাই বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান আতাউর রহমান। আরও বক্তব্য রাখেন ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম মৎস্য চাষী আবু রাশেদ বিপ্লব ও সাংবাদিক এম রুহুল আমিন।শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। এরপূর্বে একটি র্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।