অনেক আগে আমরা রাসিকে দেখেছি শহরের সমস্ত আব্রজনা তোলার কাজে ব্যাবহার হতো এই সমস্ত গাড়ী, যে গাড়ী গুলি পরিবেশ খুব মারাত্মকভাবে দুষন করে, তারপর দেখলাম খোলা ট্রাক সেটারও ছিল একই অবস্থা। মনে হয়ে ছিল হয়তো আরো উন্নতি হবে, কারন যেভাবে সবকিছুর ট্যাক্স বাড়ানো হচ্ছে, তাতে করে নাগরীক সুবিধা বাড়ার কথা, কিন্তু আমরা ঠিক তার উল্টোটা দেখছি, আজ পর্যন্ত বর্জ্য রাখা ও পরিবহন ব্যাবস্থা কোন উন্নতি তো হয়নি বরং অবনতি হচ্ছে, এর জবাব কি আমাদের সিটি ফাদারের কাছে আছে?
আমরা যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
আমরা মুখে বড় বড় বুলি দিচ্ছি যে দেশ ডিজিটাল হচ্ছে কিন্তু আসলেই কি ডিজিটাল হচ্ছে?
সুধু রাস্তা আর লাইট দিলেই তো আধুনিক হয় না, জনগনের কর্মসংস্থানের ও ব্যাবস্থা করা দরকার।
যাই হোক আজ পর্যন্ত বর্জ্য ব্যাবস্থার কোন কিছুই করতে পারিনি, তাহলে আর কবে হবে???