রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে এস আই (নি:)মোঃরবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ২২/০৭/২০২২ তারিখ রাত্রি ০০.৪০ ঘটিকায় রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নদীর ধার সকিনস্থ জনৈক দুলাল এর মুরগীর খামারের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গার উপর একজন ব্যাক্তি তার মাথায় করে একটি বস্তা নিয়ে শহরের দিকে আসতে দেখে তাকে থামতে বললে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাথায় থাকা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পদ্মা নদীর দিকে দৌড়ে পালিয়ে যায়।অতঃপর পলাতক আসামীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের তৈরি বস্তার মুখ খুলে গননা করে সর্বমোট ১০৩ (এক শত তিন ) বোতল ওজন ১০৩০০ (দশ হাজার তিন শত) এমএল আমদানী নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। পরবর্তীতে ইং ২২/০৭/২২ তারিখ পলাতক আসামী ১।মোঃ শামীমুল ইসলাম ওরফে মদন (৩৮),পিতা মৃত নব্বার, মাতা আরজিনা বেগম,সাং সাহাপাড়া পূর্বপাড়া,থানা কাটাখালী, আরএমপি,রাজশাহীকে তার নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করেন।উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য ১.০৩,০০০/- টাকা। এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান অতি: উপ পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েল।