রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে মোঃ রবিউল ইসলাম এস আই (নি:)মোঃরবিউল ইসলাম ও ফোর্সসহ মহানগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন ভিত্তিতে ইং ২০/০৭/২০২২ তারিখ রাত্রি ৪টা৩০ মিনিটের সময় মতিহার থানাধীন জনৈক আসলাম এর বাড়ীর প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার উপর হতে ১।মোঃ সাব্বির আহমেদ ওরফে নাহিদ(২৮), পিতা সাজ্জাদ হোসেন,সাং চর শামপুর, থান্দারপাড়া,থানা কাটাখালী,মহানগর রাজশাহীকে ধৃত করতে পারলেও অপর মাদক ব্যাবসায়ী ২।মুক্তার হোসেন(৩৫),পিতা মৃত চাহারুদ্দিন,সাং শামপুর পশ্চিমপাড়া,থানা কাটাখালী,মহানগর,রাজশাহী কৌশলে পালিয়ে যায়।ধৃত ব্যাক্তির ডান হাতে থাকা একটি প্লাস্টিকের তৈরী বাজার করা ব্যাগ তল্লাশী করে ২৫(পঁচিশ) বোতল ২৫০০ এমএল এবং ফেলে পালিয়ে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৮ বোতল ২৮০০ এমএল আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিল সর্বমোট (২৫+২৮)৫৩(তেপান্ন) বোতল সর্বমোট ওজন ৫৩০০ এমএল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৫৩০০০/- (তেপান্ন হাজার)টাকা। এ সংক্রান্ত মতিহার থানায় একটি মাদক রুজু করা হয়েছে বলে জানান অতি: উপ পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েল।