গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০ জুলাই (বুধবার) রাতে উপজেলার নেপাল চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। যার জিডি নং- ৯৪৩ সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) এমএ আজিজ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।