রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি)মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নি:) মোঃ আশিক ইকবাল সঙ্গীয় এস আই (নি:)মোঃ আব্দুর রহমান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৭/২০২২ তারিখ ০৯.২৮ ঘটিকায় দমকুরা থানাধীন আলিমগঞ্জ জবির মোরস্থ টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি প্লাস্টিকের তৈরি বাজারকরা ব্যাগের মধ্যে খবরের কাগজ দ্বারা মোড়ানো ০৪(চার)টি আলাদা আলাদা সাদা পলিথিনের প্যাকেট এর মধ্যে ১০০ গ্রাম করিয়া সর্বমোট (০৪×১০০)= ৪০০(চারশত) গ্রাম হালকা বাদামী বর্ণের নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করেন এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে আসামী ১। মোঃ আব্দুল খালেক (৪৮),পিতা সামসুদ্দিন, সাং মাদারপুর থানা গোদাগাড়ী জেলা রাজশাহীকে আটক করেন। উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৪০,০০,০০০/-টাকা।e সংক্রান্ত দামকুরা থানায় একটি মাদক রুজু করা হয়েছে।