সোমবার (১৮ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডি ইউনিয়নের দানাপুর গ্রামের রজব আলীর ছেলে মোঃ গফুর আলী (২৭) ও একই গ্রামের মৃত ইছরাব আলীর ছেলে মোঃ রুজেল মিয়া (২০)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।