রাজশাহী জেলার পুঠিয়ায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন দুলাভাই। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা সমালোচনা।
জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন ওই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী প্রিয়া (২৪) এবং আয়নালের বোনের স্বামী ও এক সন্তানের জনক বাবুল হোসেন (২৫)।
এ বিষয়ে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বাবুল নামের এক ব্যক্তি তাঁর শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় বাবুলের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। উভয়ের পরিবারে তিনটি শিশুসন্তান রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।