গ্রেফতারকৃতরা হলেন, মুহিত মিয়া, পিতা- সায়েদ মিয়া, সাং- পূর্ব লইয়ারকুল, মহরম আলী, পিতা – মৃত আহাদ আলী, সাং – মির্জাপুর, রিতেকা বাল্মিক দাস, পিতা- রেনু দাস, সাং- শিশিলবাড়ি চা বাগান সর্ব থানা শ্রীমঙ্গল, সিরাজুল ইসলাম, পিতা – মৃত বশির মিয়া, সাং – ভাদাইর দেওল, থানা কমলগঞ্জ, শিপন মিয়া, পিতা- মৃত সোনা মিয়া, সাং – কালিয়ারগাঁও, থানা- সদর, সামাদ মিয়া, পিতা- আজাদ মিয়া, সাং – পূর্ব লামুয়া, থানা শ্রীমঙ্গল,মোঃ শান্ত মিয়া, পিতা – মৃত মামুন মিয়া, সাং – হাবীবপুর, থানা- শাল্লা, জেলা – সুনামগঞ্জ, মোঃ আরিফ, পিতা – মোঃ সেলিম মিয়া, সাং আলীরাজাপুর, থানা- চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।